অনন্য অর্জনের সামনে মেসি
গত মৌসুম খুব একটা ভালো কাটেনি লিওনেল মেসির। বার্সেলোনার হয়ে জিততে পারেননি একটি শিরোপাও। বিশ্বকাপের ফাইনালে খেললেও শিরোপা অধরা থেকে গেছে আর্জেন্টাইন তারকার। সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার পণ করেই যেন নতুন মৌসুম শুরু করেছিলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এবারের ফুটবল-মৌসুম মেসির চোখধাঁধানো নৈপুণ্যে ভাস্বর। তাঁর দল বার্সেলোনা এখন ইতিহাসের দোরগোড়ায়।
শনিবার রাতে বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে ইউরোপের প্রথম ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়বে বার্সেলোনা। বার্লিনের ফাইনালে সবার দৃষ্টি থাকবে আর্জেন্টাইন তারকার দিকেই।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার প্রথম ট্রেবল জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। সেবার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে একটি গোল করেছিলেন। এবারও সেই বিলবাওকে ফাইনালে হারিয়েই আবারও কোপা দেল রের শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। গত সপ্তাহের সেই ম্যাচে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে মেসি এমন একটা গোল করেছেন, যা অনেকদিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের।
বার্সেলোনার মতো মেসির সামনেও ইতিহাস গড়ার হাতছানি। শনিবার লক্ষ্য ভেদ করতে পারলে তিনি হবেন তিনটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করা প্রথম ফুটবলার। এর আগে ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটির ফাইনালে (দুবারই বার্সার প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড) গোল করেছিলেন মেসি। দুবারই শিরোপা উঠেছিল বার্সেলোনার ঘরে। মেসি ছাড়া দুটো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করেছেন স্যামুয়েল এতো, রাউল গনজালেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ফাইনালে গোল করলে মেসি শুধু ইতিহাসই গড়বেন না, নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনালদোকেও পেছনে ফেলে দেবেন। তা-ও একটি নয়, দুটি লড়াইয়ে। এবারের চ্যাম্পিয়নস লিগে ১০টি গোল করে দুই মহাতারকা এখন সর্বোচ্চ গোলাদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন। ৭৭টি করে গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও দুজনে। ফাইনালে তাই অন্তত একটি গোল চাই মেসির।
বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য দলের সবচেয়ে বড় তারকাকে একটু আড়ালে রাখতেই আগ্রহী, ‘আমরা ভালোমতোই জানি আমাদের ফরোয়ার্ডরা সবার আগ্রহের কেন্দ্রে থাকবে। প্রথমত আমাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড় লিও (মেসি)। কিন্তু আমাদের দলগতভাবে খেলতে হবে। শুধুই মেসিকে নিয়ে কথা বলা ঠিক নয়।’
তবে কোচ যা-ই বলুন, মেসিকে নিয়ে শোরগোল সহজে থামবে না। শনিবার বার্সেলোনা সাফল্য পেলে মেসি ছুঁয়ে ফেলবেন সাবেক ডাচ তারকা ক্লারেন্স সিডর্ফের চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড। সিডর্ফ চারটি শিরোপা জিতেছিলেন তিনটি ক্লাবের হয়ে। আর মেসির তিনটি শিরোপাই বার্সার জার্সিতে, ২০০৫-০৬, ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে।