আইপিএলের নিলামে মিরাজ

Looks like you've blocked notifications!

গত কয়েক মৌসুম ধরেই নিয়মিত খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমে দারুণ খেলেছিলেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এবারও তাদের দুজনের সঙ্গে আগে থেকে চুক্তি করে ফেলেছে কলকাতা নাইটরাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। 

এর বাইরে আসন্ন আইপিলের নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম। বাকি পাঁচজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক ও তাসকিন আহমেদ। নিলামে ওঠা সবারই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

মিরাজ এবারই প্রথম আইপিএলের নিলামে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বলহাতে দারুণ নৈপুণ্য দেখানোর পর ভারত সফরে গিয়ে ব্যাটহাতেও ভালো খেলেছেন তিনি। তাই হয়তো সবার নজরে এসেছেন তিনি। 

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা খুব কম হলেও এবার প্রতিনিধি বাড়ার সম্ভাবনা আছে। যদিও শ্রীলঙ্কা সফরের কারণে বাংলাদেশের​ বেশির ভাগ তারকা ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত থাকবেন। এই বিবেচনায় বাংলাদেশি ক্রিকেটারদের দলগুলো নেবে কি না সেটাই এখন দেখার।