রুমানা-সালমাদের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ

Looks like you've blocked notifications!

বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে হেরে গেলেন রুমানা-সালমারা। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪২ রানে হেরে গেছে।

এই জয়ে শ্রীলঙ্কার চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়ে যায়। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের পর স্বাগিকরাও বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

অবশ্য সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

কলম্বোয় এদিন  বাছাই পর্বের ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৮৪ রান করেন।

পেসার সালমা খাতুন ১৮ রানে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে খুব একটা বাধা হতে পারেননি।

জবাবে ২১ ওভারে ৬৮ রান করতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর পর বৃষ্টির বাগড়া। খেলা আর মাঠে গড়ায়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ হেরে যায়।