আইপিএলে কেউ কিনল না এনামুলকে

Looks like you've blocked notifications!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ছয়জন ক্রিকেটার নিলামে উঠেছেন। তাঁরা হলেন ওপেনার তামিম ইকবাল, মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ, আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির রহমান, উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রত্যেকেরই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

সোমবার প্রথম বাংলাদেশি হিসেবে নিলামে ওঠেন এনামুল হক বিজয়। বাংলাদেশি এই ব্যাটসম্যানকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের আরো পাঁচজন ক্রিকেটার নিলামে উঠবেন। ৩০টি ওয়ানডে খেলে ৩৫ গড়ে ৯৫০ রান করেছেন এই ব্যাটসম্যান। ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরিসহ ৩৫৫ রান করেছেন এনামুল।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জনপ্রিয় এই লিগে খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। গত আসরে অসাধারণ পারফর্ম করায় মুস্তাফিজকে দলছাড়া করেনি হায়দরাবাদ। আর কলকাতাকে দুবার আইপিএলের শিরোপা এনে দেওয়ায় কলকাতাও রেখে দেয় সাকিবকে। তাই এ দুজন ক্রিকেটার নিলামে ওঠেননি।