‘বিশ্বকাপ জিতেই সর্বকালের সেরা হবেন মেসি’

Looks like you've blocked notifications!

পাঁচ-পাঁচবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। দেশকে জিতিয়েছেন অলিম্পিকের সোনা। অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপের শিরোপাও জিতিয়েছেন আর্জেন্টিনাকে। টানা দুবার দলকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেছেন। ক্লাব ফুটবলে তো এরই মধ্যে কিংবদন্তিদেরও কিংবদন্তি হয়ে গেছেন লিওনেল মেসি।

তারপরও মেসিকে সর্বকালের সেরা মেনে নিতে অনেকেরই আপত্তি। কারণটাও যৌক্তিক। মেসি যে এখনো দেশকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারেননি। আর এই জায়গাতেই স্বদেশি ম্যারাডোনার চেয়ে বেশ খানিকটা পিছিয়ে মেসি। আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা আশা করছেন, রাশিয়া বিশ্বকাপ জিতে নিজেকে সর্বসেরাদের কাতারে নিয়ে যাবেন মেসি। বাউজা বলেন, ‘অনেকের পরিসংখ্যান ঘেটে দেখায় যে, মেসি তো দেশের হয়ে কিছুই জেতেনি, তাই সে সর্বকালের সেরা নয়। তবে আমরা চেষ্টা করছি। আশা করছি পরের বিশ্বকাপ জিতে সবার মুখ বন্ধ করে দেবে সে।’

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বার্সেলোনা ছাড়তে পারেন মেসি। তবে বাউজা মনে করেন বার্সেলোনাতেই সুখে আছেন মেসি। তিনি বলেন, ‘আমার মনে হয় বার্সাতেই খুব সুখে আছে সে। আর তাঁকে দেখলেই বোঝা যায়। ভালো পারফর্ম করলেই ফুটবলাররা ভালো থাকে। বার্সায় ভালো আছে মেসি।’ তবে বার্সেলোনা বা অন্য যে কোনো ক্লাবেই যাক না কেন বাউজা চান মেসি যেন সুখে থাকেন। তিনি বলেন, ‘ক্লাব বদলের বিষয়টা তার (মেসির) নিজস্ব সিদ্ধান্ত। তবে আমি চাই, সে যেখানেই যাক যেন সুখে থাকে।’