‘অধিনায়ক’ ধোনির শতক

Looks like you've blocked notifications!

ঘরোয়া ক্রিকেটে  খুব বেশি একটা দর্শক হয় না। তবে গত দুই ম্যাচ ধরে ইডেন গার্ডেনে বেশ দর্শক হচ্ছে। বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের বিপক্ষে ঝাড়খন্ডের ম্যাচে ধোনির ব্যাটিং দেখতে মাঠে এসেছিলেন হাজার তিনেক দর্শক। আজ এলেন আরো বেশি। ভক্তদের হতাশ করেননি ভারতের সর্বকালের সেরা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। গত ম্যাচে ৫০ বলে ৪৩ রান করেন ধোনি। তবে দলকে জেতাতে পারেননি ক্যাপ্টেন কুল। আজ অবশ্য এখনো জয়-পরাজয় নির্ধারিত হয়নি। তবে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন ধোনি।

ছত্তিশগড়ের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন ঝাড়খন্ডের অধিনায়ক। টস হেরে ব্যাটিং করতে নেমে ৫৭ রানেই ছয় উইকেট হারিয়ে বসে ধোনিরা। ইশান কিশান, ইশাঙ্ক জাগ্গি, সৌরভ তিওয়ারিরা ফিরে যান উইকেটে থিতু না হতেই। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন ধোনি। শাহবাজ নাদিমকে নিয়ে ১৫১ রানের জুটি গড়ে ঝাড়খন্ডের স্কোরটাকে ভদ্রস্থ করেন সাবেক ভারত অধিনায়ক। দলীয় ২০৮ রানে নাদিম আউট হলে দায়িত্বটা একাই কাঁধে তুলে নেন ধোনি। শেষ পর্যন্ত ২৪৩ রানে শেষ হয় ঝাড়খন্ডের ইনিংস।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০৭ বলে ১০টি চার ও ছয়টি ছক্কায় ১২৯ রান করেন ধোনি। প্রথম ৫০ বলে ৪৩ রান করা ধোনি ৯৪ বলে শতক পূর্ণ করেন। নাদিম ৫৩ ও ওপেনার আনন্দ সিং ৩২ রান করেন।