বিশ্ব হকি লিগে বড় জয় পেল বাংলাদেশ

Looks like you've blocked notifications!

বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। গতকাল শনিবার  নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল স্বাগতিকরা।

রোববার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফিজিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। অবশ্য এই ফিজিকে আগের ম্যাচেই ৭ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল ওমান।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ দিন বাংলাদেশের জয়ে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন দুটি করে গোল করেন। অন্য গোলটি করেন আশরাফুল ইসলাম।

ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণ কুমারের পুশে সারোয়ার হোসেন স্টপ করার পর পেনাল্টি কর্নার স্পেশালিস্ট চয়নের হিটে বল ঠিকানা খুঁজে পায় জালে।

ঠিক ছয় মিনিট পর গোলটি সমতায় নিয়ে আসে ফিজি। স্মিথ হেক্টরের চমৎকার হিট বাংলাদেশ গোলরক্ষক অসীম গোপ বলটি ঠেকাতে পারেননি।

অবশ্য পরের মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কামরুজ্জামান রানার বাড়ানো বল ধরে চমৎকার হিটে বল জালে পাঠাতে একটুও ভুল করেননি অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

৪১ মিনিটে বাংলাদেশের ব্যবধান আরো বড় করেন জিমি। রোমান সরকারের কাছ থেকে পাওয়া বল সারোয়ার হোসেনের স্টিক ঘুরে নিখুঁত ফ্লিকে গোলরক্ষককে পরাস্ত করেন দেশসেরা এই ফরোয়ার্ড।

এর পর ৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়ন এবং শেষ দিকে একইভাবে আশরাফুল ইসলাম একটি করে গোল করে ব্যবধান আরো বড় করেন।

এদিন মালয়েশিয়া ৬-১ গোলে ওমানকে উড়িয়ে  দিয়েছে। এই মালয়েশিয়া প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।