সেমিফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
শক্তিশালী মিসরের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠেনি বাংলাদেশ। বিশ্ব হকি লিগের কোয়ার্টার ফাইনালে তারা হেরে গেছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই হারে ঘরের মাঠে বিশ্ব হকি লিগের সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের।
খেলার শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে মিসর। চার মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মিসর এগিয়ে যায় মাহমুদের গোলে। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে অতিথি দলটি। গোলদাতা আনোয়ার।
ম্যাচের ১৯ মিনিটে মঈনুল ইসলাম কৌশিকের গোলে বাংলাদেশ ব্যবধান কমায়। তাই আশাও জেগে ওঠে ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কিন্তু নিজেদের ভুলে সেই আশা গুড়েবালি হয়ে যায়। সুযোগ নষ্ট করায় আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
উপরন্তু বাংলাদেশ আবার পিছিয়ে পড়ে ৩০, ৪৯ ও ৫৫ মিনিটে আরো তিন গোল খেয়ে। বড় হারের হতাশা নিয়ে অবশেষে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
এই হারে শেষচারে উঠতে না পারলেও টুর্নামেন্টে আরো দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলে সুযোগ মিলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার। হারলে খেলতে হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ।