‘সব বিভাগেই সেরা ক্রিকেট খেলতে চাই’

Looks like you've blocked notifications!
তাসকিন আহমেদ। ছবি : বিসিবি

বৃষ্টির আশীর্বাদ নিয়ে ফতুল্লায় সিরিজের একমাত্র টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে নিজেদের প্রমাণ করতে চায় তারা। দলের তরুণ পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, সব বিভাগেই নিজের সেরা ক্রিকেট খেলে সিরিজের প্রথম ম্যাচে জয় ঘরে তুলতে চায় বাংলাদেশ। 

urgentPhoto

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাসকিন সাংবাদিকদের বলেন, ‘ভারতকে হারানোর মতো সামর্থ্য আমাদের আছে। তাই সব বিভাগেই নিজেদের সেরা ক্রিকেট খেলে জয় ঘরে তোলাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি, আমরা সফল হব।’

তবে ভারতীয় দলকে শক্তিশালী বলেই মানছেন এই তরুণ পেসার, ‘গত বছর বাংলাদেশ সফরে যে ভারত এসেছিল, এবারের দলটি সেই তুলনায় অনেক বেশি শক্তিশালী। এবার পুরো শক্তির দল নিয়ে এসেছে তারা। তাই তাদের হারানো খুব একটা সহজ হবে না।’

গত বছর এই ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে নিজের বোলিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তাসকিন। এবারও প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে চান, ‘ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচের সেই পুরনো স্মৃতিই আমার জন্য একটা বড় প্রেরণা। একাদশে সুযোগ পেলে আশা করছি ভালো কিছু করতে পারব।’

সিরিজের ব্যক্তিগত লক্ষ্য কী-এমন এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘সুযোগ পেলে আমার চেষ্টা থাকবে এমনি একটি স্পেল বল করা, যার মাধ্যমে বাংলাদেশের জয় পেতে সুবিধা হবে। তবে নির্দিষ্ট কারো উইকেট নেওয়ার কোনো লক্ষ্য নেই, সবার উইকেটই মূল্যবান। চেষ্টা থাকবে সেভাবেই বল করার।’