‘র‍্যাংকিং নিয়ে এখনই ভাবতে চাই না’

Looks like you've blocked notifications!

কলম্বো টেস্ট জয়ের পর পুরো ক্রিকেট বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। এবার ওয়ানডেতে কেমন করবে তা নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ভালো কিছু করার লক্ষ্য থাকলেও র‍্যাংকিং নিয়ে মোটেও ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল শনিবার। সিরিজটা ৩-০ ব্যবধানে জিতলেই ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। এর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ওয়ানডে সিরিজের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

এই র‍্যাংকিং নিয়ে আপাতত ভাবতে নারাজ মাশরাফি। এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘র‍্যাংকিংয়ের চেয়ে এখন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের খেলায় বেশি মনোযোগ দেওয়া। তাই র‍্যাংকিং নিয়ে নিয়ে এখনই ভাবতে চাই না।’   

আগামীকাল ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৮ মার্চ ও ১ এপ্রিল। এই তিনটি ম্যাচ জিততে পারলে র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।