‘ডাম্বুলাতেই সিরিজ জেতা সম্ভব’

Looks like you've blocked notifications!

প্রথম ওয়ানডেতে পূর্ণ আধিপত্য বিস্তার করেই বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডের আগে দলের খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী। আগের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ডাম্বুলাতেই সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।    

অবশ্য এই শ্রীলঙ্কার বিপক্ষে এখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এর আগে খেলা ৩৯ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জিতেছিল বাংলাদেশ। তবে ২০০৬ সালে ঘরের মাঠে একবার দরুণ সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে লাল-সবুজের দল। 

এবার সিরিজ জিততে আশাবাদী মাশরাফি, ‘আমরা যদি সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ডাম্বুলাতেই সিরিজ জেতা সম্ভব। প্রথম ম্যাচে ঠিক যেভাবে খেলেছিলাম এবারও সেভাবে খেলতে হবে। খেলোয়াড়দের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, তারা পারবে নিজেদের মেলে ধরতে।’ 

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য একটা ম্যাচ পরই এত জল্পনা-কল্পনায় কিছুটা বিরক্ত। তবে প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্সের পর বাংলাদেশের সিরিজ জয়টাকে একেবারেই অতিরঞ্জিত স্বপ্ন মনে হচ্ছে না। আর সেটা হয়ে যেতে পারে ডাম্বুলাতেই। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

আগামীকাল মঙ্গলবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটিও দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।