টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

প্রথম ম্যাচে ৯০ রানের দাপুটে জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবেই করেছে বাংলাদেশ। এবার ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা।

প্রথম ওয়ানডেতে খেলা একাদশ নিয়েই আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে জয়ের জন্য মরিয়া হয়ে শ্রীলঙ্কা দলে এনেছে তিনটি পরিবর্তন।

এখন পর্যন্ত বিদেশের মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছে শুধু জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার সে তালিকায় যুক্ত হয়ে যেতে পারে শ্রীলঙ্কার নামটাও। শ্রীলঙ্কার আগে নিউজিল্যান্ড সফরে গিয়েও হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফি বাহিনীকে। তবে সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে পারছেন বলে মন্তব্য করেছেন মাশরাফি, ‘নিউজিল্যান্ড সফরটা আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগছে।’

অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কা আছে ভয়াবহ চাপের মুখে। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া চেষ্টাই করবেন লঙ্কান ক্রিকেটাররা। কারণ, ২০১৫ সালের ডিসেম্বর থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে একটিও ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা। একে একে হেরেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার বাংলাদেশের বিপক্ষেও সেই একই হতাশায় ডুবতে হতে পারে লঙ্কানদের।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কা দল : ধনুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ