‘এখনই বিশ্বকাপ জয়ের চিন্তা নয়’

গত বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ভারতকে প্রথম ওয়ানডে উড়িয়ে দিয়েছে মাশরাফির দল। গত বছর হতাশায় কাটানো বাংলাদেশ দলের এমন রূপান্তরে ভারতীয় সাংবাদিকরাও অবাক। তাঁদেরই একজনের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে প্রশ্ন ছিল, ‘বাংলাদেশ কবে বিশ্বকাপ জিততে পারে বলে মনে করেন আপনি?’ এই প্রশ্নে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচের জবাব, বিশ্বকাপ নয়, এখন তাঁর চিন্তা-ভাবনাজুড়ে শুধুই রোববারের দ্বিতীয় ওয়ানডে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ জয় অনেক দূরের ব্যাপার। এই বিষয়টা এখন আমাদের ভাবনায় নেই। আপাতত আমাদের সব ভাবনা পরের ম্যাচকে ঘিরে। ভারতকে দ্বিতীয় ম্যাচেও হারানো আমাদের মূল লক্ষ্য।’
১৯৯৬ সালে শ্রীলঙ্কা যদি ‘আন্ডারডগ’ হিসেবে বিশ্বকাপ জিততে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? ভারতের আরেক সাংবাদিকের এমন প্রশ্নে বাংলাদেশ কোচ বলেন, ‘শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দল অনেক অভিজ্ঞ ছিল। তাদের তুলনায় বাংলাদেশের বর্তমান দলে অনেক বেশি তরুণ আর অনভিজ্ঞ খেলোয়াড়। চার বছর পর এই খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ হয়ে উঠবে। তখন এই বিষয় নিয়ে ভাবা যেতে পারে।’
হাথুরুসিংহে অবশ্য গত কিছুদিনের ধারাবাহিক সাফল্যে বাংলাদেশকে নিয়ে ভীষণ আশাবাদী, ‘বাংলাদেশ এখন যেমন খেলছে আশা করি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। এভাবে খেলতে পারলে ভবিষ্যতে অনেক দূর যেতে পারবে বাংলাদেশ।’