মুশফিককে নিয়ে মাশরাফির আশাবাদ

Looks like you've blocked notifications!
প্রথম ওয়ানডেতে ব্যাট করছেন মুশফিকুর রহিম। ছবি : এএফপি

বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের পেছনে তাঁর ব্যাটের অবদান অনস্বীকার্য। তবে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তেমন ভালো খেলতে পারেননি মুশফিকুর রহিম। ডান হাতের আঙুলের চোটও হয়তো তার কারণ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য আশাবাদী, হতাশা পেছনে ফেলে দ্রুত স্বরূপে ফিরবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। 

ফতুল্লায় একমাত্র টেস্টে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র দুই রান করেছিলেন মুশফিক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের টেস্ট অধিনায়কের ব্যাটসম্যান হিসেবে অবদান ১৪, ৩১ ও ২৪ রান। এ কারণে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, উইকেটরক্ষণের দায়িত্ব লিটন দাসকে দেওয়ার জন্যই কি মুশফিকের খেলায় মনোযোগ কম? 

মাশরাফি অবশ্য তা মনে করেন না। বুধবার তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আঙুলে ব্যথার কারণেই শেষ দুই ওয়ানডেতে মুশফিককে উইকেটরক্ষণের দায়িত্ব দেওয়া হয়নি। আমরা চাই না মুশফিক আবার হাতে ব্যথা পাক। কারণ সে আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার কোনো ক্ষতি হলে দলেরই সমস্যা।’

মুশফিকের প্রতি আস্থা প্রকাশ করে মাশরাফি বলেন, ‘আমি অনেক দিন ধরে মুশফিককে চিনি। অনেক দিন ধরে তাকে খুব কাছ থেকে দেখছি। তার মতো খুব কম খেলোয়াড়ই ক্রিকেটকে ধ্যান-জ্ঞান মনে করে। আসলে ক্রিকেটকে জীবনের অংশ বলে মনে করে মুশফিক। আমার বিশ্বাস, সে দ্রুত স্বরূপে ফিরবে।’