শেষ চারে যাওয়ার লড়াই শুরু
কোপা আমেরিকা ফুটবলে শেষ চারে যাওয়ার জন্য কলম্বিয়ার সঙ্গে মাঠে নেমেছে আর্জেন্টিনা। চিলির ভিনা ডেল মারে শহরে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে ও একটিতে ড্র করে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়া জয় পেয়েছে একটি ম্যাচে। দুই দলের আগের পরিসংখ্যানে আর্জেন্টিনাই এগিয়ে আছে। লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টে আগের নয়টি মুখোমুখি লড়াইয়ে ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা লিওনেল মেসি আজ শনিবার কলম্বিয়ার পাশপাশি সাবেক কোচ পেকারম্যানের বিরুদ্ধেও লড়াই করবেন। ২০০৫ সালে হোসে পেকারম্যানের হাত ধরেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। ২০০৬ সালের পেকারম্যানের অধীনেই প্রথমবারের মতো অংশ নেন বিশ্বকাপে। সেই পেকারম্যান আজ কলম্বিয়ার কোচ।
এ দ্বৈরথের বাইরেও বলা যায়, ফিফা র্যাঙ্কিংয়ে তিন ও চার নম্বর দলের লড়াই শুরু হয়েছে।
এর আগে কোয়ার্টার ফাইনালে চিলি ১-০ গোলে উরুগুয়েকে ও পেরু ৩-১ গোলে বলিভিয়াকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছে। আগামী ২৯ জুন চিলি ও পেরুর মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।