শিরোপা জয়ের আশা ছাড়ছেন না শাহরুখ খান

Looks like you've blocked notifications!

বিপদ বা খারাপ সময়ে বুক চিতিয়ে লড়াই করতে পারেন বলেই তিনি শাহরুখ খান। ক্যারিয়ারে অসংখ্যবার চড়াই উৎরাই পার করার পর বলিউডে নম্বর ওয়ান জায়গাটি দখল করেছেন কিং খান। তবে এবারের আইপিএলে ভালো অবস্থায় নেই তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। শুরুর দিকে টানা জয় পেলেও একটা সময় বেশ কয়েকটি ম্যাচে হেরে এখন প্লে অফে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছে কলকাতা। শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৯ রানে হেরে যায় কলকাতা। এই হারে গৌতম গম্ভীরদের প্লে-অফে যাওয়ার রাস্তা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য হেরেও পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করেছে শাহরুখের দল।

টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭৩ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। আম্বাতি রাইডু ৬৩ ও সৌরভ তিওয়ারি করেন ৫২ রান। জবাবে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৬৪ রানে থেমে যায় কেকেআরের ইনিংস। দল হারলেও রান রেটের কল্যাণে প্লে অফে উঠে যায় গম্ভীরের দল।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দল হারলেও এখনই ভেঙে পড়ছেন না শাহরুখ খান। কিং খান বিশ্বাস করেন তাঁর দল ট্রফি জিতেই ইডেনে ফিরবে। শাহরুখ বলেন, শেষ কয়েকটি ম্যাচে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে আমাদের। তবে দলের ওপর ভরসা আছে আমার। শিরোপা থেকে কেবল তিনটি ম্যাচ দূরে আছি আমরা।’

সমর্থকদের আস্থা না হারানোর পরামর্শ দেন শাহরুখ। তিনি বলেন, শেষ কয়েকটি ম্যাচে শেষ মূহূর্তে এসে হেরেছি আমরা। তবে আশা করছি আবার জয়ের ধারায় ফিরব। সমর্থকদের বলছি, পাশে থাকুন। ইডেনে ট্রফি নিয়ে উল্লাস করব।’ ১৬ মে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দরাবাদ অথবা পুনে-পাঞ্জাব ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে কলকাতা।