ব্রাজিলের বিপক্ষে জয় দেখে গোলদাতার চাচার মৃত্যু!
ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক বনে গিয়েছিলেন প্যারাগুয়ের ফরোয়ার্ড ডারলিস গঞ্জালেস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের সমতাসূচক গোলটিও করেছিলেন সুইস ক্লাব এফসি বাসেলের এই ফুটবলার। স্মরণীয় এই ম্যাচের পর প্রচণ্ড উল্লাসে মেতে ওঠার কথা ছিল গঞ্জালেসের। কিন্তু ট্র্যাজিক এক ঘটনায় বিষাদ ঘনিয়েছে প্যারাগুয়ে শিবিরে।
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরপরই দুঃসংবাদটা আসে গঞ্জালেসের কানে। প্যারাগুয়ের জয় দেখতে দেখতেই মারা গেছেন তাঁর চাচা। হতবিহ্বল হয়ে পড়া গঞ্জালেস টুইটারে লিখেছেন, ‘আজকেই কেন চাচা? আমি তোমাকে এক আনন্দের উপলক্ষ দিলাম, সে জন্যই কি তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি বিশ্বাসই করতে পারছি না।’
২০১১ সালের মতো এবারও প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সেমিফাইনালে প্যারাগুয়ের প্রতিপক্ষ লাতিন আমেরিকান ফুটবলের আরেক পরাশক্তি আর্জেন্টিনা। ৩০ জুন ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। চাচাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করেই হয়তো আর্জেন্টিনার মুখোমুখি হবেন গঞ্জালেস।