‘চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’

Looks like you've blocked notifications!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ইংল্যান্ডে এই আসরটি বসছে ১ জুন থেকে। আসরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে এরই মধ্যে। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলা মাশরাফি-সাকিবদের সম্ভাবনা নিয়ে আশার কথা শুনিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার মাইকেল হাসি। বাংলাদেশ সেমিফাইনালে খেললেও অবাক হবেন না বলে জানিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বেশ কঠিন গ্রুপই বটে। আর এই দলগুলোকে টপকে বাংলাদেশ কীভাবে শেষ চারে খেলতে পারে, তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটার।      

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে হাসি লিখেছেন, ‘এটা ঠিক ইংলিশ কন্ডিশনে খেলাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। অবশ্য উপমহাদেশে সম্প্রতি তারা খুবই ভালো ক্রিকেট খেলেছে। দলটিতে দারুণ প্রতিভাবান কয়েকজন খেলোয়াড় আছে, যাদের হাতধরে ভালো কিছু করতে পারে তারা।’

এসব প্রতিভাবান ক্রিকেটাররা ভালো করলে বাংলাদেশ সেমিতে উঠতে পারে বলেও মনে করেন তিনি, ‘বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে অবশ্যই অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। সেই সামর্থ্য তাদের আছেও। তাই তাদের সেমিতে ওঠার সম্ভাবনাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

হাসি প্রশংসা করেছেন কাটার-মাস্টার মুস্তাফিজেও, ‘আমি শুনেছি মুস্তাফিজ মাত্রই চোট সেরে উঠেছে। যদি পুরো ফিট হয়ে ওঠে তাহলে বাংলাদেশের জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে সে। তা ছাড়া সাকিব ও তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে দলে। যাদের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। তারা সাফল্য পেতেই পারে।’