চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নতুন জার্সি
মাঝখানে আর মাত্র কয়েকদিন বাকি, এর পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। ৫০ ওভারের ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টটিতে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে নতুন জার্সি পরে। জার্সির সামনের অংশজুড়ে থাকছে গাঢ় লাল রঙের। এর মধ্যে হালকা সবুজ রঙের প্রলেপ থাকবে। দেখলে মনে হবে যেন বাংলাদেশের পতাকা।
আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই জার্সি পরে মাঠে নেমেছে বাংলাদেশ। অবশ্য এর আগের জার্সিগুলোর তুলনায় এটিতে কিছুটা ভিন্নতা রয়েছে। লালের আধিক্য এই জার্সির সামনের অংশে বড় অক্ষরে বাংলাদেশ নামটি লেখা রয়েছে।
আগামী ১ জুন শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ উদ্বোধনী দিনে মাঠে নামবে, প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে র্যাংকিংয়ে ছয়ে ওঠা বাংলাদেশ এই আসরে ফেভারিটদের কাতারে রয়েছে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লন্ডনে ওভালে ম্যাচটি হবে ৫ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচ।
কার্ডিফে বাংলাদেশের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ৯ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বে ভালো করলে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে।
আসরের দুটি সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুন। আর ফাইনাল হবে ১৮ জুন।