টি-টোয়েন্টিতেও সেরা বোলার সাকিব

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : এএফপি

বাংলাদেশের পক্ষে ব্যাটিং আর বোলিংয়ের অনেক রেকর্ড তাঁর অধিকারে। তিন ধরনের ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কৃতিত্ব সাকিব আল হাসানের। এবার আরেকটি কীর্তি গড়লেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিকও এখন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার আগে সাকিবের উইকেট ছিল ৪৪টি। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকেরও তা-ই। ডেভিড মিলারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাকিব পেছনে ফেলে দিয়েছেন রাজ্জাককে।

রোববার আর কোনো উইকেট পাননি সাকিব। তবে আঁটসাঁট বোলিংয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের ঠিকই বেঁধে রেখেছেন। ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়েছেন তিনি। এর মধ্যে শেষ ওভারে এসেছে মাত্র ৫ রান।

৩৭তম টি-টোয়েন্টি খেলতে নামা সাকিবের উইকেট ৪৫টি। গড় ১৯.৪০, সেরা বোলিং ৪/২১। একটি উইকেট কম নিয়ে রাজ্জাক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলার। তিনি খেলেছেন ৩৪টি ম্যাচ।

তৃতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ২৬টি উইকেট। এটা তাঁর ৩০তম ম্যাচ।