জার্সি বেচবেন সাকিব, টাকা পাবে শিশুরা

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ার সময়কার একটি জার্সি পড়ে আছে সাকিব আল হাসানের আলমারিতে। সেটি বিক্রি করে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের দিতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গতকাল রোববার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব এ কথা বলেন। তিনি বলেন, ‘আইপিএলের চ্যাম্পিয়নশিপ জয়ের পর আমার কেকেআরের জার্সিটি আলমারিতে পড়ে ছিল। এগুলো তো আর ডিম পাড়বে না। তাই এই ঈদে আমি এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, যার বিক্রীত অর্থ JAAGO ফাউন্ডেশনে চলে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। আপনি এখান থেকে কিনতে পারবেন : http://fal.cn/BVdB। আপনারও কি অব্যবহৃত কোনো জিনিস পড়ে আছে? তাহলে #DeemParbeNa লিখে পোস্ট করুন আপনার ফেসবুক ওয়ালে এবং আমার সঙ্গে গরিব শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসুন।’