মাগুরায় ঈদ করলেন সাকিব

Looks like you've blocked notifications!
মাগুরায় ঈদের নামাজে অংশ নেন ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : এনটিভি

মাগুরায় নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নিজ শহরে ঈদের নামাজ পড়েছেন সাকিব।

আজ সোমবার সকাল ৯টার দিকে শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন সাকিব আল হাসান। এটাই শহরের প্রধান জামাত ছিল।  

ওই জামাতে আরো অংশ নেন মাগুরার  জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. রইচ উদ্দিন।

নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কমানা করে মহান সৃষ্টি কর্তার কাছে হাত তুলে মোনাজাত করেন।

 নামাজ শেষে সাকিব তাঁর কেশব মোড়ের বাসায় পরিবার ও তাঁর ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা এখন দেশে। আপাতত খেলা নেই। তাই ক্রিকেটাররা ছুটিতে আছেন।

সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর কৃতিত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ জয় পায় বাংলাদেশ।