ম্যাকেনরোর কটু মন্তব্য, খেপেছেন সেরেনা

Looks like you've blocked notifications!

সাবেক টেনিস তারকা জন ম্যাকেনরো সম্প্রতি সেরেনা উইলিয়ামসকে নিয়ে কটু মন্তব্য করেছেন। নিজের এক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেরেনা সম্পর্কে তিনি বলেছিলেন, ছেলেদের সঙ্গে খেললে তাঁর র‌্যাংকিং ৭০০ হতো। মেয়েদের টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা অবশ্য অপেক্ষা করনেনি, স্বদেশি সাবেক এই তারকাকে যোগ্য জবাব দিয়েছেন।

টুইটে সেরেনা লিখেছেন, ‘জন ম্যাকেনরো, আমি আপনাকে সম্মান করি। কিন্তু নিজে থেকে কেউ এমন অপমানজনক কথা বললে সম্মান ধরে রাখা কঠিন। আশা করি ভবিষ্যতে এমন মন্তব্য আপনি আর করবেন না। আর যদিও বা করেন, তাহলে তা থেকে আমাকে দূরে সরিয়ে রাখলেই ভালো হবে।’

এরপর দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘আপনি বলেছেন, আমি ছেলেদের সার্কিটে খেললে র‌্যাংকিংয়ে ৭০০-এর মধ্যে থাকতাম। আমার ওই র‌্যাংকিংয়ে থাকার কথা দূরে থাক, এখন পর্যন্ত এমন র‌্যাংকিংয়ের কোনো খেলোয়াড়ের সঙ্গে ম্যাচই খেলতে হয়নি। নিজেকে আমি যতটুকু চিনি, আমার দৃঢ় বিশ্বাস, কখনই এমন র‌্যাংকিংয়ে পৌঁছাব না।’

এর আগে ম্যাকেনরো সেরেনা সম্পর্কে বলেছিলেন, ‘সেরেনা মেয়েদের টেনিসে সেরা, তা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।  অবশ্য পরিস্থিতি যদি এমন হতো, ওকে ছেলেদের সার্কিটে খেলতে হতো, তাহলে ছবিটা সম্পূর্ণ অন্যরকম হতো। হয়তো সে ক্ষেত্রে সেরেনার র‌্যাংকিং হতো ৭০০।’

সেরেনাকে নিয়ে ম্যাকেনরো কটু কথা বললেও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরাই। আর তা হয়েছে সেরেনার কল্যাণেই। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ডস্লাম (সিঙ্গেলস) শিরোপা জিতেছেন তিনি। সঙ্গে ডাবলসে প্রায় ১৪টি খেতাব। তাঁর সঙ্গে তুলনা টানলে পিছিয়ে ছেলেরাই। রজার ফেদেরারের গ্র্যান্ডস্ল্যাম ১৮টি।