কোরিয়ায় শেষ ম্যাচে কৃষ্ণাদের দারুণ জয়

Looks like you've blocked notifications!

আগামী সেপ্টেম্বর থাইল্যান্ডে বসছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। এই আসরের প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফরে যায় বাংলাদেশ দল। সফরে বাংলাদেশ দল বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে। আজ বুধবার সফরে নিজেদের শেষ দারুণ জয় তুলে নিয়েছে কৃষ্ণা-সানজিদা-স্বপ্নারা।  

দক্ষিণ কোরিয়ার পাজুতে এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ৩-০ গোলে জিতেছে। ওজু মিডল স্কুল মহিলা ফুটবল ক্লাবের বিপক্ষে এই জয়ে সানজিদা, নার্গিস ও স্বপ্না একটি করে গোল করে।

আসরে কৃষ্ণাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ম্যাচে কোরিয়া অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের কাছে ৬-০ গোলে হেরে যায়। পরে দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে তারা, ৯-০ গোলে ইয়ুলমিউন মিডল স্কুলকে বিধ্বস্ত করে সানজিদারা। আর তৃতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হয় হাওয়াচিউন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাইস্কুল দলের সঙ্গে।

এরপর আগস্টের শেষ সপ্তাহে ভিয়েতনাম যাবে নারী দল। সেখানে আরো কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কৃষ্ণা-সানজিদাদের।

আগামী ১০-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্ট। এই আসরে ভালো কিছু করার লক্ষ্যেই বিদেশে এই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।