নিউজিল্যান্ডের দারুণ সূচনা

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার আরো একটি উইকেট পতনের পর উল্লাসে মেতেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৯৮ রানের জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ছবি : রয়টার্স

ঘরের মাঠের বিশ্বকাপে নিউজিল্যান্ডের সূচনাটা হলো দুর্দান্ত। ক্রাইস্টচার্চে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ বল হাতে রেখে ২৩৩ রানে অলআউট যায়।

বিশ্ব ভালোবাসা দিবসে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলীয় প্রচেষ্টার দারুণ স্মারক হয়ে থাকবে নিউজিল্যান্ডের স্কোরকার্ড। টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ৩৩১ রান করলেও কিউইদের পক্ষে কারো সেঞ্চুরি নেই। 

সর্বোচ্চ ৭৫ রান বাঁ-হাতি ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনের। আটটি চার ও দুটি ছক্কায় মাত্র ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ওয়ানডের সাবেক দ্রুততম সেঞ্চুরিয়ান। ২০১৪ সালের ১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে শহীদ আফ্রিদির প্রায় দেড় যুগ টিকে থাকা রেকর্ড (৩৭ বলে) ভেঙে দিয়েছিলেন অ্যান্ডারসন। গত ১৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩১ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা এখন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে।  

অ্যান্ডারসন ‘ঝড়’ তোলার আগে ৪৯ বলে ৬৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ব্রেন্ডন ম্যাককালাম। ৪৯ রান এসেছে আরেক ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে। ৫৭ রান করেছেন কেইন উইলিয়ামসন। 

ব্যাটসম্যানদের সৌজন্যে বড় সংগ্রহ পেয়ে উজ্জীবিত নিউজিল্যান্ডের বোলাররা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিল্ন, ড্যানিয়েল ভেট্টরি ও অ্যান্ডারসন। 

জিততে হলে নতুন একটা কীর্তি গড়তে হতো শ্রীলঙ্কাকে। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৪ রান তাড়া করে জিতেছিল তারা। ওয়ানডেতে লঙ্কানদের সেটাই সবচেয়ে  বেশি রান তাড়া করে জয়ের নজির। শনিবার অবশ্য লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। 

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস এসেছে ওপেনার লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে। ৪৬ রান করেছেন অধিনায়ক ম্যাথিউস। ৩৯ রানের ইনিংস খেলার পথে তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কুমার সাঙ্গাকারা।