অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত ক্রেইগ ব্রাফেট

Looks like you've blocked notifications!

তাঁর কাজটা মূলত ব্যাট হাতে বোলারকে শাসন করা। দায়িত্ব পালনে মোটামুটি সফল ক্রেইগ ব্রাফেট। ৩৮ টেস্টে ৩৫ গড়ে প্রায় আড়াই হাজার রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থায় ব্রাফেটের রানটাকে ভালোই বলতে হয়। অতিরিক্ত দায়িত্ব হিসেবে মাঝেমধ্যে হাতটাও ঘুরিয়ে নেন তিনি। বল হাতে অবশ্য মোটেও ভালো নন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে বর্তমানে বল হাতে শিরোনামে এই ক্যাবিবীয়। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ক্রেইগ ব্রাফেটের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়ারর মরিস ইরাসমুস ও সুন্দরম রবি। এই টেস্টে মাত্র ছয় ওভার বল করেছেন ক্রেইগ ব্রাফেট। আম্পায়ারদের অভিযোগ, বল করার সময় বাফ্রেটের হাতের কনুই আইসিসি অনুমোদিত মাত্রার চেয়ে বেশি বেঁকে যাচ্ছে।

এজন্য ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ক্রেইগ ব্রাফেটকে। পরীক্ষায় উতরে গেলে বল করার অনুমুতি পাবেন তিনি। অবশ্য পরীক্ষায় যাওয়ার আগে বল করতে পারবেন তিনি। এখন পর্যন্ত ৩৮ টেস্টে ১২টি উইকেটে নিয়েছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ার সেরা ২৯ রানে ২৯ রানে ৬ উইকেট নেন শ্রীলঙ্কার বিপক্ষে।