গ্রায়েম স্মিথের নতুন ইনিংস

Looks like you've blocked notifications!

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন গ্রায়েম স্মিথ। অধিনায়ক হিসেবে আরো বেশি সফল ছিলেন প্রোটিয়া ক্রিকেটার। ক্যারিয়ারে টেস্টে ১০৯ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে ৫৩ বার দলকে জেতান তিনি। ২০১৪ সালে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন স্মিথ। তবে এবার নতুন দায়িত্ব পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি গ্লোবাল লিগের দল বেনোনি জালমির কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার বেনোনি জালমির মালিক দলের কোচ হিসেবে গ্রায়েম স্মিথের নাম ঘোষণা করেন। কোচ হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ রাসেল ডমিঙ্গো। তবে শেষ পর্যন্ত স্মিথের হাতেই দলের দায়িত্ব সপলো ফ্রাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এই দলের আইকন ক্রিকেটার।

বাকি দলগুলোর প্রোটিয়া আইকন ক্রিকেটাররা হলেন হাশিম আমলা (ডারবান), প্রিটোরিয়া (এবি ডি ভিলিয়ার্স), স্ট্যালেবাচ (ফাফ ডু প্লেসিস), কেপটাউন (জেপি ডুমিনি), ব্লুমফন্টেইন (ডেভিড মিলার), জোহানেসবার্গ (কাগিসো রাবাদা) ও পোর্ট এলিজাবেথ (ইমরান তাহির)।

অন্য দেশগুলোর আইকন ক্রিকেটাররা হলেন ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গ (শ্রীলঙ্কা), জেসন রয় (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), ব্রেন্ডন ম্যাকালাম (নিউজিল্যান্ড) ও কেভিন পিটারসেন (ইংল্যান্ড)।

এই মাসের শেষে লিগটির ক্রিকেটার নিলাম হওয়ার কথা। বিভিন্ন দেশের মোট চারশজন ক্রিকেটারকে নিলামে ওঠানো হবে।