দুধওয়ালার ছেলের বিশ্বজয়

Looks like you've blocked notifications!
পুরস্কার হাতে শুভম জগলান। ছবি : সংগৃহীত

কুর্মিটোলা গলফ কোর্সে বল কুড়াতে কুড়াতেই একসময় বাংলাদেশের সেরা গলফার বনে গেছেন সিদ্দিকুর রহমান। আর্থিক অসচ্ছলতার মধ্যে বেড়ে উঠলেও এখন অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করছেন সিদ্দিকুর। এমনই এক অদম্য প্রতিভার সন্ধান পাওয়া গেছে প্রতিবেশী দেশ ভারতেও। হরিয়ানা রাজ্যের এক গ্রামের অশিক্ষিত দুধওয়ালার ছেলে জিতে নিয়েছে বিশ্ব জুনিয়র গলফ শিরোপা।

প্রায় তিন বছর আগে ভারতের সাবেক শীর্ষ গলফার ননিতা লাল কুরেইশির চোখে পড়ে যান শুভম জগলান। গলফ ফাউন্ডেশনের জন্য প্রতিভার সন্ধান করার সময় জগলানকে তুলে আনেন কুরেইশি। 

জগলানের বাবা হরিয়ানা রাজ্যের একটি গ্রামের দরিদ্র দুধওয়ালা। এমন পরিবারের ছেলের বিলাসবহুল গলফ খেলার কথা কল্পনা করাও দুষ্কর। কিন্তু জগলানের ইচ্ছা-আগ্রহের কাছে কোনো কিছুই বাধ মানেনি।

বাড়ির পাশে একটা পতিত জমিতে দিনের পর দিন চলেছে জগলানের গলফ অনুশীলন। ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখেছেন পেশাদার গলফারদের নানা কলাকৌশল। এভাবে নিজেকে প্রস্তুত করে মঙ্গলবার সান ডিয়েগোকে অনুষ্ঠিত ৯-১০ বছর বয়সী গলফারদের বিশ্ব প্রতিযোগিতায় শিরোপা জিতে নিয়েছেন জগলান। এর আগেও তার ট্রফি কেসে উঠেছে ১০০টিরও বেশি প্রতিযোগিতার শিরোপা। 

ননিতা লাল কুরেইশি এই বিস্ময়কর প্রতিভা সম্পর্কে বলেছেন, ‘শুভম ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখে কাটিয়েছে। অনেক কিছু শিখেছে সেখান থেকে। মাত্র সাত বছর বয়সী একটা বাচ্চার জন্য গলফের খুঁটিনাটি জানাটা খুব অবাক করার মতো ব্যাপার।’

কে জানে, দুধওয়ালার ছেলে শুভম জগলানই হয়তো হয়ে উঠবেন আগামীর টাইগার উডস!