‘বিশ্রাম দরকার মেসি-নেইমারের’
ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র সফর দিয়ে। তবে এই দলে নেই লিওনেল মেসি, নেইমারসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। কোপা আমেরিকা শেষ করে আসা মেসি-নেইমারদের আরো কিছু দিন বিশ্রাম দরকার বলে জানিয়েছেন বার্সার কোচ লুইস এনরিকে।
রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বার্সেলোনা। দলের সঙ্গে মেসিসহ একাধিক তারকা না থাকায় স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়েছে এনরিকেকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘উত্তরটা একদম সহজ। দীর্ঘ সময় ধরে চলা মৌসুমের ধকল কাটিয়ে উঠতে তাদের কয়েক দিনের ছুটি দিতেই হতো আমাদের। আসল কথা হলো এই খেলোয়াড়দের বিশ্রাম দরকার।’
বার্সার পাঁচ লাতিন তারকা মেসি, নেইমার, দানি আলভেজ, হাভিয়ের মাসচেরানো ও ক্লদিও ব্রাভো দলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়ে অংশ নিয়েছেন কোপা আমেরিকায়। ফাইনালে উঠলেও ব্রাভোর চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেছে মেসির আর্জেন্টিনার। হতাশা নিয়ে দেশে ফিরে যথারীতি সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসিকে।
নেইমারের অবশ্য মেসির চেয়ে অনেক খারাপ কেটেছে লাতিন আমেরিকার সেরা ফুটবল প্রতিযোগিতা। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লাল কার্ড পাওয়ার পর চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির কারণে টুর্নামেন্টে আর খেলতে পারেননি। নেইমারবিহীন ব্রাজিলও কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি, টাইব্রেকারে হেরে গেছে প্যারাগুয়ের কাছে।
যুক্তরাষ্ট্র সফরে মঙ্গলবার বার্সেলোনার প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে। আগামী শনিবার স্প্যানিশ পরাশক্তিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ২৮ জুলাই ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী চেলসির মুখোমুখি হওয়ার পর ২ আগস্ট তারা খেলবে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে।