‘আমি এখনো এক নম্বর’

Looks like you've blocked notifications!
অ্যাথলেটিক ট্র্যাকে আবার সেই মোহনীয় ভঙ্গিমা। লন্ডন ডায়মন্ড লিগের ১০০ মিটার স্প্রিন্ট জিতে অদৃশ্য তীর ছোড়ার অনন্য ভঙ্গিতে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ছবি : এএফপি

চোটের কারণে এ বছরটা তেমন ভালো কাটছিল না উসাইন বোল্টের। মেরুদণ্ডের চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর ট্র্যাকে ফিরেই অবশ্য জয়ের মধুর স্বাদ পেলেন বিশ্বের দ্রুততম মানব। লন্ডন ডায়মন্ড লিগের ১০০ মিটার স্প্রিন্ট ৯.৮৭ সেকেন্ডে জিতে জ্যামাইকান গতি-তারকার ঘোষণা, তিনি এখনো এক নম্বর।

তবে জিতলেও ২০১৫ সালে সেরা টাইমিংয়ের পাঁচ নম্বরেও থাকতে পারেননি বোল্ট। তাঁর টাইমিং তালিকায় ষষ্ঠ স্থানে। এই তালিকায় জাস্টিন গ্যাটলিনের জয়জয়কার। ডোপিং অর্থাৎ মাদক নেওয়ার অপরাধে চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১০ সালে অ্যাথলেটিক্সে ফেরা এই মার্কিন তারকা এ বছর ৯.৭৪ সেকেন্ড টাইমিং করে তালিকায় শীর্ষে আছেন। দুইবার ৯.৭৫ আর একবার ৯.৭৮ সেকেন্ডেও ১০০ মিটারের ফিনিশিং টেপ স্পর্শ করেছেন গ্যাটলিন। 

এই পরিসংখ্যানকে অবশ্য পাত্তা দিতে রাজি নন ২৮ বছর বয়সী বোল্ট। লন্ডন-জয়ের পর গতি-সম্রাটের হুঙ্কার, ‘আমি এখনো এক নম্বর। কখনোই দুই নম্বরে ছিলাম না। আর এক নম্বর হিসেবেই চালিয়ে যাব। অবসর নেওয়া পর্যন্ত এটাই আমার পরিকল্পনা।’

আপাতত অবশ্য পরবর্তী মিশনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে বোল্টকে। আগামী ২২ আগস্ট থেকে বেইজিংয়ে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়ন। সাত বছর আগে যে বার্ড’স নেস্ট স্টেডিয়ামে ১০০ ও ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলের অলিম্পিক ‘ট্রিপল’ জিতেছিলেন, সেখানে ভালো করতে তিনি উদগ্রীব, ‘বেইজিংয়ে ট্র্যাকে নামার আগে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে আরো তুলে ধরতে হবে নিজেকে। এখন ভালোই বোধ করছি। তবে আরো ধারাবাহিক হতে হবে আমাকে।’