বার্সেলোনার জয়রথ ছুটছেই

Looks like you've blocked notifications!
বার্সেলোনার পক্ষে তৃতীয় গোল করা লুইস সুয়ারেজ। লা লিগায় বার্সার হয়ে এটি তাঁর শততম গোল। ছবি : সংগৃহীত

বার্সেলোনার জয়রথ থামাতে পারছেই না কেউ। লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে কাতালানরা। গতকাল শনিবার দিবাগত রাতে তারা ৩-০ গোলে সহজেই হারিয়েছে লিগে নবাগত দল জিরোনাকে।

এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।  আর দুইয়ে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে জিরোনার জর্দি আলবা বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। তাই শুরুতেই এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল বার্সেলোনা। তবে বিরতির পর কাতালানদের ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি। তৃতীয় মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে প্রতিপক্ষের ব্যবধান বড় করে দেন জিরোনা ডিফেন্ডার ইরাইজজ।

বার্সার পক্ষে তৃতীয় গোল করেন সুয়ারেজ। ৬৯ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে খুব বেশি সময় লাগেনি তাঁর। বার্সেলোনার জার্সিতে এটি তাঁর শততম গোল।