র‍্যাংকিংয়ে অবনতি ভারতের, বাংলাদেশ সাতেই

Looks like you've blocked notifications!

এই দুদিন আগেও র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিল ভারত। কিন্তু বেঙ্গালুরুতে চতুর্থ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে তারা। বিরাট কোহলির ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে।

তাই শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। ভারতের রেটিং পয়েন্ট সমান। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচে হারে ভারত কিছুটা পিছিয়ে পড়ে। এর প্রভাব পড়েছে তাদের র‍্যাংকিংয়ে।

রেটিং পয়েন্ট দুই দলের সমান হলেও, শুধু পয়েন্টের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে। প্রোটিয়াদের পয়েন্ট  ৫৯৫৭ এবং আর ভারতের পয়েন্ট এখন ৫৮২৮।

এ ছাড়া অস্ট্রেলিয়া তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম ও পাকিস্তান ষষ্ঠ স্থানে আছে। আর বাংলাদেশ সাতেই রয়েছে। লাল-সবুজের দলের রেটিং পয়েন্ট ৯৪।

বাংলাদেশের পরে শ্রীলঙ্কা অষ্টম, ওয়েস্ট ইন্ডিজ নবম, আফগানিস্তান দশম, জিম্বাবুয়ে ১১তম ও আয়ারল্যান্ড ১২তম স্থানে রয়েছে।