বাবা হচ্ছেন সাকিব
২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহমেদ শিশির। আড়াই বছরের বেশি সময় পর সন্তানের মুখ দেখতে যাচ্ছে এই দম্পতি। সাকিবের পরিবারের একজন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের পরিবারের ওই সদস্য জানান, মধ্য আগস্টে শিশির যুক্তরাষ্ট্রে চলে যাবেন। মূলত সেখানেই তাঁর সন্তান জন্মগ্রহণ করার কথা রয়েছে।
সাকিবের স্ত্রী এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাই সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর অথবা নভেম্বরে তাঁর সন্তানের পৃথিবীর আলো দেখার কথা রয়েছে।
এরই মধ্যে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন ছুটির জন্য। মূলত সন্তান জন্মকালীন স্ত্রীর পাশে থাকতেই তাঁর এই আবেদন।
অবশ্য সেই সময় দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। বিসিবি থেকে অনুমোদন পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা নাও হতে পারে তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে লম্বা সময় ছুটি পাচ্ছেন সাকিব। অক্টোবরে ঢাকা সফরে আসবে অস্ট্রেলিয়া দল। মাঝখানে দুই মাসের ছুটি পেলেও সেই সময়টা লম্বা করতেই বিসিবির কাছে আবেদন করেছেন বলে তাঁর পরিবারের ওই সদস্য জানিয়েছেন।