বার্সেলোনার জরিমানা
স্পেনে ঐতিহাসিকভাবে ফুটবল আর রাজনীতির মধ্যে আছে গভীর যোগাযোগ। স্বাধীনতা-স্বকীয়তার ধ্বনি প্রায়ই কাঁপিয়ে তোলে বার্সেলোনার ন্যু ক্যাম্প বা অ্যাথলেটিক বিলবাওয়ের স্যান মেমে স্টেডিয়াম। কিন্তু ফুটবলের সঙ্গে রাজনীতির ঘটানো উচিত নয় বলেই মনে করছে স্প্যানিশ সরকার। গত মৌসুমে কোপা দেল রের ফাইনালে দর্শক রাজনৈতিক স্লোগান দেওয়ায় জরিমানা করা হয়েছে বার্সেলোনা, বিলবাও এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে।
দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে বার্সেলোনা ও বিলবাও। গত মে মাসে কোপা দেল রের ফাইনালে ন্যু ক্যাম্পে দুই দলের অনেক সমর্থকই হাজির হয়েছিলেন স্পেনবিরোধী পতাকা নিয়ে। জাতীয় সংগীত বাজানোর সময়ও দুয়োধ্বনি শোনা গেছে দর্শকসারি থেকে। এ ঘটনায় বার্সেলোনাকে ৬৬ হাজার ইউরো, বিলবাওকে ১৮ হাজার ইউরো ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে এক লাখ ২৩ হাজার ইউরো জরিমানা করেছে স্প্যানিশ সরকার। স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি মিগুয়েল কার্ডিনাল বলেছেন, ‘যা হয়েছে সেটা ছিল খুবই হঠকারী ব্যাপার। আর এটা বন্ধ করার জন্য যা করা দরকার, সব করা হবে। স্পেনের লাখ লাখ মানুষ দেখেছে, কীভাবে দেশের খুবই গুরুত্বপূর্ণ প্রতীককে আক্রমণ করা হয়েছে।’
স্পেনের অংশ হলেও দীর্ঘদিন ধরে আলাদা জাতিসত্তার দাবিতে আন্দোলন করছেন কাতালোনিয়া ও বাস্ক প্রদেশের মানুষ।