এশিয়া কাপ হকি

ভারতে বিধ্বস্ত জাপান

Looks like you've blocked notifications!

এশিয়া কাপ হকি টুর্নামেন্টে শুভসূচনা করেছে ভারত। আজ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে জাপানকে একরকম গুঁড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে তারা জিতেছে ৫-১ গোলে।

ম্যাচের প্রথমার্ধেও ২-১ গোলে এগিয়ে ছিল ভারত। শুধু তাই নয়, পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে তারা। বলা যায় জাপান কোনো রকম পাত্তাই পায়নি। আসরে ফেভারিটের মতোই শুরু করেছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। 

ভারত ম্যাচে এগিয়ে যায় দ্বিতীয় মিনিটেই, সুনীল সোমারপতের গোলে। পরের মিনিটে অবশ্য গোলটি সমতায় নিয়ে আসে জাপান। গোলদাতা তানাকা কেন্তা। এরপর ২১ মিনিটে ললিত উপাধা এবং ৩২ মিনিটে রামানদিপ সিং ও ৩৫ মিনিটে হারমানপ্রীত সিং গোল করে ভারতের বড় জয় নিশ্চিত করেন।

আট জাতির এ টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ওমান অংশ নিচ্ছে। আসরের সবকটি ম্যাচই হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।