সাংবাদিককে ঘুষি মেরে কোচ বরখাস্ত!
মেক্সিকোকে গোল্ডকাপের শিরোপা এনে দিয়ে এখন তাঁর উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা। দেশের মানুষের ভালোবাসা আর সম্মানে সিক্ত হওয়ার কথা। তার বদলে চাকরি হারানোর লজ্জায় পড়তে হয়েছে মিগেল হেরেরাকে। এক সাংবাদিককে ঘুষি মারার অপরাধে বরখাস্ত হয়েছেন মেক্সিকোর এই কোচ।
গত রোববার কনকাকাফ নামে পরিচিত উত্তর আমেরিকা অঞ্চলের সেরা ফুটবল প্রতিযোগিতা গোল্ডকাপের ফাইনালে জ্যামাইকাকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতে নিয়েছে মেক্সিকো। তার পরদিন ফিলাডেলফিয়া বিমানবন্দরে বিতর্কিত ঘটনাটির জন্ম।
মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম গণমাধ্যম সংস্থার চ্যানেল ‘টিভি আজতেকা’র সাংবাদিক ক্রিস্তিয়ান মার্তিনোলি অনেক দিন ধরেই হেরেরার কড়া সমালোচক। সোমবার বিমানবন্দরে দুজনের দেখা হলে মার্তিনোলি কিছু একটা জিজ্ঞেস করেছিলেন হেরেরাকে। তারপরই সেই সাংবাদিকের কাঁধে ঘুষি মেরে বসেন তিনি। হেরেরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শুধু মার্তিনোলির কাঁধে হাত রেখেছিলেন। কিন্তু কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ভিন্ন কথাই বলছে।
ঘটনাটি জানার পর মেক্সিকো ফুটবল অ্যাসোসিয়েশন (এফএমএফ) দেরি করেনি, সঙ্গে সঙ্গে বরখাস্ত করেছে হেরেরাকে। এফএমএফ সভাপতি দেসিও দি মারিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘আমাদের ফেডারেশনের সঙ্গে যুক্ত সতীর্থদের কাছ থেকে ঘটনাটি জানার পর আমি জাতীয় দল থেকে মিগেল হেরেরাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এটা যে সঠিক সিদ্ধান্ত, তাতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকেরই এ ব্যাপারে ভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু আমি বলতে চাই, আমাদের নৈতিকতা সমুন্নত রাখতে হবে। সোমবার ফিলাডেলফিয়া বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম হয়েছিল, তার ঊর্ধ্বে কেউই থাকতে পারে না।’