মহৎ উদ্যোগের পাশে ক্রিকেটাররা
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে দারুণ এক উদ্যোগ নিয়েছে প্রাক্তন ক্যাডেট ফোরাম। সমাজের বিত্তবান মানুষের কাছ থেকে পুরনো খেলনা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এই মহৎ উদ্যোগে সংহতি প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষে এক প্রচারণায় অংশ নিয়েছেন ক্রিকেটাররা। পুরনো খেলনা সুবিধাবঞ্চিত শিশুদের দান করে তাদের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
ক্রিকেটারদের পক্ষ থেকে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের আবেদন, ‘আপনার সন্তানের পুরনো খেলনাগুলো হয়তো ফেলে দেবেন বা ভেঙে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি কী জানেন, একটি পুরনো খেলনা একজন সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে পারে। তাই ফেলে না দিয়ে খেলনাটা প্রাক্তন ক্যাডেট ফোরামকে দান করুন। তারাই কোনো সুবিধাবঞ্চিত শিশুর কাছে সেটা পৌঁছে দেবে।’
এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে বাংলাদেশের লাখ-লাখ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটবে।’