সিলেটে সার্ক অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৯ আগস্ট
সার্ক অনূর্ধ্ব ১৬ জাতীয় ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সিলেটের জেলা স্টেডিয়ামে চলছে সব ধরনের প্রস্তুতি। আগামী ৯ আগস্ট থেকে ছয় দেশের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটি চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
এদিকে প্রস্তুতি উপলক্ষে আজ বুধবার দুপুরে মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান মো. ফজলুর রহমান বাবুল। পরিদর্শন শেষে তিনি ঢাকার মাঠ থেকেও সিলেটের মাঠ ভালো বলে জানান। তিনি বলেন, ঢাকায় অনেক খেলা অনুষ্ঠিত হওয়ায় মাঠ খারাপ। তাই সিলেট জেলা স্টেডিয়ামেই সার্ক অনুর্ধ্ব ১৬-এর সবকটি খেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিলেটে ফুটবলের প্রচুর দর্শক রয়েছে যা বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচে প্রমাণ পাওয়া গেছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম জানান, সিলেটে এ খেলা অনুষ্ঠিত হবে, এমনটা শোনার পর মাঠে খেলা ও প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দেশের অন্যান্য মাঠ থেকে সিলেটের মাঠ ভালো থাকায় এ ভেন্যুটি নিশ্চিত হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে মাঠে ঘাস লাগানো শেষ হয়েছে। পাশাপাশি প্রতিদিনই পরিচর্যার কাজ চলছে। তবে প্রবেশ টিকিটের মূল ও উদ্বোধনী ম্যাচ এখনো নিশ্চিত হয়নি।
সবকিছু ঠিকঠাক থাকলে ৯ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ খেলার উদ্বোধন করবেন বলে জানান তিনি।