মিলান ডার্বিতে ইন্টারের নাটকীয় জয়

Looks like you've blocked notifications!

নগরপ্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে মাঠে নামছে ইন্টার মিলান, তা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি ছিল না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে ইন্টার মিলান। তারা ৩-২ গোলে নাটকীয়ভাবে জিতেছে ম্যাচটি। তবে এ ম্যাচের জয় পরাজয়ের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির দারুণ একটি হ্যাটট্রিক।  

সিরি ‘এ’ লিগের রোমাঞ্চকর ম্যাচে ইন্টারের জয়ে ইকার্দি একাই তিন গোল করেন। ম্যাচের ২৮ মিনিটে ইন্টার এগিয়ে যায় আন্তোনিও কানদ্রেভারার ক্রসে ইকার্দির গোলে। অবশ্য বিরতির পর গোল সমতা নিয়ে আসে এসি মিলান (১-১)। ৫৬ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড সুসো লক্ষ্যভেদ করেন। 

এরপর ৬৩ মিনিটে ইকার্দির ব্যক্তিগত দ্বিতীয় গোলে ইন্টার আবার এগিয়ে যায় (২-১)। ঠিক ২০ মিনিট পর একটি আত্মঘাতী গোলে অবশ্য আবার সমতায় ফিরে এসি মিলান (২-২)।

এই ব্যবধানে যখন খেলা শেষ হতে চলছিল, ঠিক তখনই পেনাল্টি থেকে একটি গোল দলের জয় নিশ্চিত করেন ইকার্দি। ম্যাচের ইনিজুরি সময়ে গোলটি করেন তিনি।