দক্ষিণ আফ্রিকার পথে শফিউল

Looks like you've blocked notifications!

বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের চোট তাঁকে দলে ফেরার সুযোগ করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেলেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। সে লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ টায় ঢাকা ত্যাগ করেন তিনি। তৃতীয় ওয়ানডের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছাতে পারেন তিনি, খেলতে পারেন সে ম্যাচটিও।

মুস্তাফিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে চোটে আক্রান্ত হন। গত শনিবার অনুশীলনের সময় তাঁর পা মচকে যায়। পা ফুলে গেছে, ব্যথাও আছে। এ অবস্থায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাই শফিউলকে ডেকে পাঠানো হয়েছে।

এদিকে শফিউল টেস্ট সিরিজের দলে ছিলেন। খেলেছিলেন প্রথম ম্যাচ। এরপর টেস্ট সিরিজ শেষে গত ১২ অক্টোবর শুভাশীষ রায় ও তাইজুল ইসলামের সঙ্গে দেশে ফিরে আসেন তিনি। এখন মুস্তাফিজের চোটের কারণে আবার তাঁকে দক্ষিণ আফ্রিকায় যেতে হচ্ছে।

আগামী রোববার ইস্ট লন্ডনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবেন মাশরাফি-সাকিবরা। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৬ ও ২৯ অক্টোবর।