ভারতীয় টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ

Looks like you've blocked notifications!
গত আইপিএলের নিলামে আলোচিত পেসার মোহাম্মদ সিরাজ এবার ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। ছবি : সংগ্রহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।তিন ম্যাচের এই সিরিজের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ। একজন মুম্বাইয়ের তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার, আরেকজন পেসার মোহাম্মদ সিরাজ।

গত আইপিএলের নিলামে বেশ আলোচিত হয়েছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। আর শ্রেয়াশ কিছুদিন ধরে ‘এ’ দলের হয়ে দারুণ খেলছিলেন। তারই পুরস্কার পেয়েছেন দুজন। ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।

আগামী ১ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাকি দুটি ম্যাচ ৪ ও ৭ নভেম্বর।

এ সিরিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। আসন্ন এ সিরিজের দলও ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী ১৬ নভেম্বর কলকাতায় ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মণীষ পান্ডে, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ওআশীষ নেহরা (শুধু প্রথম ম্যাচ)।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার।