ম্যানইউর নারী-ভক্তদের জার্সি নিয়ে তোলপাড়
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এবারই প্রথম জার্সি তৈরি করল অ্যাডিডাস। আর শুরুতেই হৈচৈ, বিতর্ক। পুরুষদের তুলনায় নারী-ভক্তদের জার্সির গলার অংশ বেশ বড়। এ নিয়ে তোলপাড় চলছে যুক্তরাজ্যে।
এ মৌসুমে অ্যাডিডাসের সঙ্গে ৭৫ কোটি পাউন্ডে চুক্তিবদ্ধ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানইউ। পুরুষ-ভক্তদের জার্সি বাজারে আসার পর সবার প্রশংসাই পেয়েছে। তবে নারী-ভক্তদের জার্সি দেখে অনেকেই ক্ষুব্ধ।
তেমনই এক ক্ষুব্ধ নারী ভক্তের টুইট, ‘ছেলেদের তুলনায় মেয়েদের জার্সির ভি-নেক এত নিচু কেন? আমাদের কেউ কেউ কিন্তু বুকের ভাঁজ দেখাতে একদম পছন্দ করে না। আমি একে বৈষম্যই বলতে চাই। নাইকি কখনোই এমন করত না।’
শুধু নারীরা নয়, পুরুষরাও এই জার্সি নিয়ে বিরক্ত। রয় ওরস্ট্যাড নামের এক ম্যানইউ সমর্থক টুইটারে লিখেছেন, ‘মেয়েদের জার্সিটা একই সঙ্গে ভয়ংকর আর বৈষম্যমূলক। এটা খুব লজ্জাজনক। কারণ, ছেলেদের জার্সিটা দারুণ।’
এত সমালোচনায় অ্যাডিডাসও বেশ বিব্রত। আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে জার্মানির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। অ্যাডিডাসের এক মুখপাত্র বলেছেন, ‘ভক্তদের ওপর গবেষণা করে আমরা মেয়েদের জার্সি তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এটাকে আমাদের জীবনধারাভিত্তিক একটি পণ্যই বলা যায়। জার্সিটার ডিজাইন কিছুটা ভিন্ন ধরনের।’
অ্যাডিডাস আরো জানিয়েছে, এর আগে চেলসি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবের নারী-ভক্তদের জার্সি তৈরি করলেও সেসব নিয়ে কখনো কোনো অভিযোগ ওঠেনি।