ছদ্মবেশী রোনালদোর কাণ্ড!
মাদ্রিদের রাস্তায় হঠাৎ দেখা গেল, এক চালচুলোবিহীন মানুষকে। মুখে দাড়ি-গোঁফের জঙ্গল, মাথায় এলোমেলো পরচুলা, গায়ে জীর্ণ একটা জ্যাকেট। সঙ্গী কুকুরকে বেঁধে রেখে একসময় ফুটবল নিয়ে কসরত শুরু করলেন মানুষটি। খেলা দেখিয়ে টাকা চাইলেন অনেকের কাছে। পথচারী অনেকের সঙ্গেই খেললেন ফুটবল। কেউ কেউ এই ‘খেলা’ উপভোগ করলেন, কেউ আবার পাত্তাই দিলেন না। কিন্তু মানুষটা যে কে, সেই ধারণা কারোরই ছিল না।
মানুষটা আর কেউ নন, এ সময়ের সবচেয়ে ধনী ফুটবলার, গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো! যাঁর পায়ের জাদু দেখার জন্য রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিড় করেন ফুটবলপ্রেমীরা। যাঁর অসামান্য ফুটবল প্রতিভার ওপর ভর করে প্রিয় ক্লাব রিয়ালের সাফল্য প্রত্যাশা করেন সমর্থকরা, সেই স্বপ্নের মানুষকে এভাবে রাস্তায় দেখা যাবে, তা হয়তো কারো কল্পনাতেই ছিল না।
অনেকক্ষণ রাস্তায় ফুটবল খেলার পর রোনালদো যখন তাঁর ছদ্মবেশ ছেড়ে স্বরূপে ফিরলেন, তখন রীতিমতো ভিড় জমে গেছে তাঁকে ঘিরে। সবাই সেলফি তুলতে ব্যস্ত। রোনালদোও মিটিয়েছেন ভক্তদের আবদার। আর যে বল নিয়ে কসরত দেখিয়েছেন, সেটায় অটোগ্রাফ দিয়ে উপহার দিয়েছেন ছোট্ট এক ছেলেকে। সেই ছেলেটা কিছুক্ষণ ফুটবল খেলেছে রিয়াল তারকার সঙ্গে।
নতুন একটি হেডফোনের প্রচারের লক্ষ্যে মাদ্রিদের রাস্তায় ছদ্মবেশ ধারণ করেছিলেন রোনালদো। ঘণ্টাখানেক কারিকুরি করেছেন বল নিয়ে। পথচারী অনেকের সঙ্গে মেতে উঠেছেন বল দখলের লড়াইয়ে। অনেকের পায়ে বল লেগে যাওয়ায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘সরি।’ কিন্তু কেউ কল্পনাই করেননি, রোনালদোর মতো তারকা ফুটবলার এভাবে ছদ্মবেশে নামতে পারেন মাদ্রিদের রাস্তায়।