ম্যাককালামের মুখেও উইকেটের সমালোচনা

Looks like you've blocked notifications!

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা চলছেই। এর আগে তামিম ইকবাল ও মাশরাফির মতো ক্রিকেটাররা উইকেটের সমালোচনা করেন, যাঁরা মিরপুরের উইকেটে খেলে সিদ্ধহস্ত। আজ উইকেট নিয়ে সমালোচনা করলেন ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটার, সারা বিশ্বের লিগগুলোতে যিনি খেলেছেন। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরে যায় রংপুর রাইডার্স। মাশরাফির বদলে রাইডার্সদের নেতৃত্ব দেন ম্যাককালাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এই কিউই ক্রিকেটার।

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৪৩ রানে হেরে যায় রংপুর। ম্যাচে নিজেদের ব্যাটিং ব্যর্থতা, সাকিবের প্রশংসা করলেও মিরপুরের উইকেটকে বাজে বলে অভিহিত করেছেন ম্যাককালাম। তিনি বলেন, এখানকার উইকেটের মান ভালো নয়। একেবারেই গড়পড়তা এক উইকেট। এখানে বেশি রান উঠবে না। এখানে টার্ন ও বাউন্স সম্পর্কেও আন্দাজ পাওয়া যাচ্ছে না। আসলে এই উইকেটে ভালো ক্রিকেট হয় না। মানুষ টি-টোয়েন্টি ম্যাচে রানের প্রত্যাশা করে। আমি বলব, ভালো উইকেট হলে আরো ভালো খেলা উপহার দেওয়া সম্ভব।’ 

আজ সাকিব আল হাসানের বলে বোল্ড হন ম্যাককালাম। সাকিবের আর্মারটা একেবারে নিচু হয়ে ম্যাককালামের স্টাম্প ভেঙে দেয়। ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসাতে ভোলেননি এই কিউই ক্রিকেটার। তিনি বলেন, ‘সাকিব দারুণ করেছে। তাঁর প্রশংসা না করলেই নয়। ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে সে।’