মাশরাফির সামনে চতুর্থ শিরোপার হাতছানি

Looks like you've blocked notifications!

মাশরাফি মানে জয়, মাশরাফি মানে নির্ভরতা। কথাটা আরেকবার প্রমাণ করলেন খোদ মাশরাফিই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠছে মাশরাফির রংপুর। এবার নিয়ে বিপিএলের পাঁচটি আসরের মধ্যে চারবারই ফাইনালে উঠল মাশরাফির দল। এর আগে তিনবার শিরোপায় চুমু এঁকেছেন ‘দ্য ক্যাপ্টেন’। এবার কি তাহলে চতুর্থবার? উত্তর জানা যাবে আগামীকাল মঙ্গলবার রাতে।

অধিনায়ক হিসেবে দারুণ এক রোমাঞ্চকর এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে মাশরাফি। বিপিএলের চতুর্থ শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আগামীকাল সন্ধ্যায় বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে মাশরাফির রংপুর।

অধিনায়ক হিসেবে বিপিএলের প্রথম দুটি শিরোপাই উঁচিয়ে ধরেন মাশরাফি। দুটি আসরে তাঁর নেতৃত্বাধীন ঢাকা গ্ল্যাডিয়েটরস ২১ ম্যাচের ১৬টিতেই জেতে। প্রথমবার বরিশাল বার্নাস ও দ্বিতীয়বার চিটাগং কিংসকে হারায় মাশরাফির ঢাকা।

২০১৫ সালে, বিপিএলের তৃতীয় আসরে মাশরাফিকে দলে ভেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পুরো আসরে দাপট দেখায় কুমিল্লা। ফাইনালে বরিশাল বুলসকে হারায় মাশরাফির কুমিল্লা। গত আসরে ব্যাটে বলে ব্যর্থ ছিল মাশরাফির কুমিল্লা। সেই সুযোগে শিরোপা ছিনিয়ে নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মাশরাফি। গেইল-ম্যাককালাম, মালিঙ্গা দলে থাকায় শুরু থেকেই দলটাকে শিরোপার লড়াইয়ে রেখেছিলেন সমর্থকরা। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে শক্ত অবস্থান গড়তে থাকে।

সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসকে সরিয়ে প্লে অফের লড়াইয়ে ওঠে রংপুর। তবে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকায় রংপুরকে এলিমিনেটর পর্ব খেলতে হয়। সেই ম্যাচে ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ে বড় জয় পায় রংপুর। এলিমিনেটর পর্ব জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উঠে আসে রংপুর। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল মাশরাফিদের প্রতিপক্ষ।

অঘোষিত এই সেমিফাইনালেও কুমিল্লাকে হারায় মাশরাফির দল। এবার শিরোপার স্বপ্নে বিভোর রংপুর রাইডার্স। যে দলের মাশরাফির মতো অধিনায়ক রয়েছে তারাই তো শিরোপার স্বপ্ন দেখবে!