টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর

Looks like you've blocked notifications!

তিন ভেন্যু, সাত দল, উনচল্লিশ দিন ও ছেচল্লিশ ম্যাচ। প্রায় পাঁচ সপ্তাহব্যাপী ক্রিকেটযজ্ঞের আজই শেষ দিন। পাঁচটি দলকে হারিয়ে ফাইনালের লড়াইয়ে উঠেছে রাজধানী ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও দেশের সর্ব উত্তরের দল রংপুর রাইডার্স। শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচের চূড়ান্ত আনুষ্ঠানিকতার প্রথম পর্ব।

এই ম্যাচে টস জিতেছেন সাকিব আল হাসান। ফাইনাল ম্যাচে আর কোনো চান্স নেননি ঢাকার অধিনায়ক। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সেয়ানে সেয়ানের লড়াই হবে ফাইনাল ম্যাচটিতে। একদিকে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মাশরাফি বিন মুর্তজার মতো পরীক্ষিত সৈনিক। অন্যদিকে শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, কাইরন পোলার্ডদের মতো যোদ্ধা। শিরোপা জয়ের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কারা সেটি জানা যাবে ম্যাচ শেষেই।

রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ : ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও ইসরু উদানা।

ঢাকা ডায়নামাইটস সম্ভাব্য একাদশ : শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, এভিন লুইস, মেহেদী মারুফ, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম, আবু হায়দার রনি ও সাদ্দাম হোসেন।