ট্রাফিক আইন ভাঙায় সানিয়ার জরিমানা
আইন-কানুন যে সবার জন্যই সমান, তা বোধহয় ভালোমতোই বুঝতে পারছেন সানিয়া মির্জা। ট্রাফিক আইন ভঙ্গের জন্য জরিমানা দিতে হয়েছে ভারতের টেনিস তারকাকে।
এবারের উইম্বলডনে মহিলা দ্বৈতের শিরোপাজয়ী সানিয়ার জরিমানার অঙ্ক অবশ্য বেশি নয়, মাত্র ২০০ রুপি। গাড়ির নম্বর প্লেটে সমস্যা থাকায় জরিমানা গুনতে হয়েছে এই লাস্যময়ী তারকাকে।
হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, সানিয়ার গাড়ির নম্বর প্লেট ছিল ট্রাফিক আইনবিরোধী। সোমবার রাতে হায়দ্রাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসের কাছে গাড়ি থামিয়ে পরীক্ষার সময় নম্বর প্লেটের গণ্ডগোল ট্রাফিক পুলিশের চোখে ধরা পড়ে।
গত মাসে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনের নারী দ্বৈতের শিরোপা জিতেছেন সানিয়া। এটাই এই টেনিস-সুন্দরীর প্রথম উইম্বলডন শিরোপা। নারী দ্বৈতের চেয়ে মিশ্র দ্বৈতে অবশ্য বেশি সফল তিনি। তবে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালের ফ্রেঞ্চ ওপেন ও ২০১৪ সালের ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জিতলেও এককে তেমন কোনো সাফল্য নেই সানিয়ার।