এখনই হাল ছাড়তে নারাজ জিদান

Looks like you've blocked notifications!

লা লিগা এখন মধ্য পর্যায়ে। প্রায় ১৭টি করে ম্যাচ খেলে ফেলেছে বেশিরভাগ দল। এরই মধ্যে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে নিজেদের অনেকটাই এগিয়ে নিয়েছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজের বার্সেলোনা। ১৭ ম্যাচে কাতালানদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ মাত্র ৩১। লিগের মাঝামাঝি সময়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। বার্সা পা না হড়কালে এই মৌসুমে রিয়ালের শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব। তবে এখনই হাল ছাড়তে নারাজ রিয়াল বস জিনেদিন জিদান। রিয়ালের কোচ জানিয়েছেন, শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাবে তাঁর দল।

গতকাল শনিবার ঘরের মাঠে বার্সার কাছে ৩-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধটা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের কাছে পাত্তাই পাননি রোনালদো-বেনজেমারা। গত কয়েক মৌসুম ধরেই এল ক্ল্যাসিকো জেতা দলই শেষ পর্যন্ত শিরোপা জিতেছে। তবে রিয়ালের শিরোপা স্বপ্নটা এখনই ছাড়তে রাজি নন জিজু। রিয়ালের কোচ বলেন, ‘এখনো লিগ শেষ হয়ে যায়নি। আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। এখন ছুটির সময়, সেটা আমাদের উপভোগ করা উচিত। মাঠের সমীকরণটা আপাতত না ভাবলেও চলবে। ছেলেরা পরিবার-পরিজনদের নিয়ে সময়টা কাটাক।’

এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদ হেরে গেলেও শিরোপার দৌড় থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন না জিদান। তিনি বলেন, ‘আমরা পাগল হয়ে যাইনি। মানছি, শিরোপা ধরে রাখাটা কষ্টকর, তবে লড়াই চালিয়ে যাওয়া বিকল্প নেই। অনেক কিছুর ওপর আমাদের হাত থাকে না। এটাই ফুটবল। মেনে নেওয়া ছাড়া আপাতত কোনো উপায় নেই।’

এল ক্ল্যাসিকোতে হারের কারণ বর্ণনা করতে গিয়ে জিদান বলেন, ‘ম্যাচটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। প্রথমে গোল পেলে শেষটা ভিন্ন রকম হতে পারত। আমরা ভালো ফুটবল খেলতে পারিনি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। তবে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। সামনে এগিয়ে যেতে হবে।’