সানজামুলের লক্ষ্য দলে নিয়মিত হওয়া

Looks like you've blocked notifications!

গত বছর মেতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয়েছিল সানজামুল ইসলামের। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে ২২ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। এরপর জাতীয় দলের বাইরে। দীর্ঘদিন পর ঘরের মাঠে আরেকটি ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন তরুণ এই বাঁহাতি স্পিনার। এই সুযোগ কাজে লাগিয়ে দলে নিয়মিত হতে চান তিনি।

আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সানজামুল বলেন, ‘কন্ডিশনের কারণে আয়ারল্যান্ডে একটি ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি। তবে দলের সঙ্গে থেকে কিছু শেখার চেষ্টা করেছি। এখন আবার সুযোগ পেয়েছি, চেষ্টা থাকবে সামর্থ্যের সেরাটা দিয়ে ভালো কিছু করা। দলে নিয়মিত হওয়াই আমার লক্ষ্য।’

সাকিবের পাশাপাশি দলে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলেতে চান এই তরুণ বাঁহাতি, ‘দলে আবার ফিরেছি, অবশ্যই ভালো কিছু করার চেষ্টা থাকবে। সাকিব ভাইয়ের পাশাপাশি স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি সে লক্ষ্যটা সব সময়ই থাকবে আমার।’

আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।

১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।