নাদাল ও ফেদেরার কোয়ার্টার ফাইনালে

Looks like you've blocked notifications!

অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ও সুইস তারকা রজার ফেদেরার এগিয়ে চলেছেন প্রত্যাশা মতোই। তাঁরা দুজনই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

শেষ ষোলোর লড়াইয়ে বিশ্বের এক নম্বর তারকা হারিয়ে দিলেন আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্তজম্যানকে। দ্বিতীয় রাউন্ডের মতো এই ম্যাচেও এক সেট হেরে যান শীর্ষ বাছাই নাদাল। প্রায় চার ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে নাদাল জয় তুলে নেন ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩ সেটে।

সোয়ার্তজম্যানের বিরুদ্ধে ক্যারিয়ারে এটি চতুর্থ জয় নাদালের। সব মিলিয়ে মোট ১০ বার মেলবোর্ন পার্কের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন তিনি।

অন্য ম্যাচে আরেক তারকা রজার ফেদেরার কোনো সেট না হেরেই র‍্যাংকিংয়ে ৮০ নম্বর তারকা মারটন ফুকসোভিকসকে দুর্দান্তভাবে ৬-৪, ৭-৬ এবং ৭-২ সেটে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে রাফা মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচের। ফেদেরার মুখোমুখি হবেন চেক রিপাবলিকান তারকা টমাস বারডিসের।

এ ছাড়া প্রমীলাদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জয় পেয়েছেন মেয়েদের দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, চতুর্থ বাছাই এলিনা ভিতোলিনা এবং দুই অবাছাই তারকা এলিস মার্টেন্স ও কার্লা সুয়ারেজ নাভারো।